ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচন ২৮ ফেব্রুয়ারি

পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে ৩১টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

৩১টি পৌরসভার সবক’টিতেই ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। মঙ্গলবার  সন্ধ্যায় রাজধানীতে নির্বাচন কমিশন সচিবালয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

পঞ্চমধাপের পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ ২রা ফেব্রুয়ারি, বাছাই ৪ঠা ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহার ১১ ফ্রেব্রুয়ারি। এ সময় পূর্বের পৌরসভা নির্বাচন নিয়ে মোহাম্মদ আলমগীর জানান, দু’একটি বিচ্ছিন্ন ঘটনাকে নির্বাচন পরিস্থিতির অবনতি বলা যাবে না। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ভাল বলেও মনে করেন সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।

সচিব আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন