ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুর পৌর নির্বাচনে নতুন রেকর্ড

দিনাজপুরের বিরামপুর পৌরসভার সৃষ্টিলগ্ন থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্য এবারে সদ্য সমাপ্ত ১৬ জুনায়ারি নির্বাচনে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়।

জানা গেছে পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বৈকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে প্রতিটি কেন্দ্রে ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী আক্কাস আলী ১ম স্থান হিসেবে বিজয় লাভ করেন। যা এর আগের কোন নির্বাচনে এ ধরণের নজির বিরামপুর পৌর নির্বাচনে সৃষ্টি হয় নাই। আক্কাস আলীর নিকটতম প্রতিদ্বন্দী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার ১৬টি কেন্দ্রের মধ্য ১টি কেন্দ্রেও ১ম স্থান হিসেবে জয় লাভ করতে পারেন নি। যা পৌরবাসীর মধ্যে যেন অবাক সৃষ্টি করেছে।

পৌরবাসী জানায়, দিনাজপুর-৬ আসনের উন্নয়নের রূপকার এমপি শিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর নেতৃত্বে দূরদর্শিতায় বর্তমান সরকারের উন্নয়নের বাস্তব প্রতিফলন এ জয়ের বহিঃপ্রকাশ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পৌরসভার ৩৬ হাজার ৭শ ৪৮ জন নারী-পুরুষ ভোটার নিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৭৫.১৫ শতাংশ হারে ভোট প্রদান করেন ভোটাররা। প্রদত্ত ভোট গণনা শেষে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আক্কাস আলী ১৩ হাজার ৩শ ৬০ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকার পেয়েছেন ৮ হাজার ৬শ ৮৬ ভোট, অপর দিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হুমায়ন কবির পেয়েছেন ১ হাজার ৮শ ০৪ ভোট এবং বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আজাদুল ইসলাম আজাদ পেয়েছেন ১ হাজার ৪শ ১৫ ভোট। সুষ্ঠু সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেন পৌরবাসী।

আনন্দবাজার/শাহী/কামরুজ্জামান

সংবাদটি শেয়ার করুন