সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দশধরী গ্রামের বাগান বাড়িতে নব প্রতিষ্ঠিত ডা.রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ এই সভার আয়োজন করে।
জিয়াউল হাসান শুভ এর সঞ্চালনায় ও অত্র বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা.রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ডা.রফিক চৌধুরী উচ্চ বিদ্যালয়টির প্রধান শিক্ষক তপন কুমার পাল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা.সিরাজুল ইসলাম তালুকদার, সমাজ সেবক আব্দুল কাইয়ূম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এ বিলকিস, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু, প্রবীণ সাংবাদিক শফিকুল ইসলাম, জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবদুল খালেক, উজেলা, আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান শেলি, উপজেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য সুশীল চন্দ্র সরকার, মাস্টার বাড়ি ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক গুলাম জিলানী, সাংবাদিক গিয়াস উদ্দদি রানা, সেলিম আহমেদ, মোবারক হোসাাইন, প্রমুখ।
আনন্দবাজার/শাহী/মোবারক