ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাটে শকুন উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি শকুন উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের দক্ষিণ গোতামারী এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে দক্ষিণ গোতামারী এলাকায় একটি শকুন দেখতে পান স্থানীয়রা। পরে গ্রামবাসী সম্মিলিত প্রচেষ্টায় শকুনটি উদ্ধার করে। শকুন উদ্ধারের খবরে ওই গ্রামে ভিড় জমায় শতশত জনতা। শকুন উদ্ধারের বিষয়টি স্থানীয় উপজেলা প্রশাসনকে অবগত করেন গ্রামবাসী। এলাকাবাসির ধারণা শকুনটি পার্শ্ববতী দেশ ভারত থেকে এসেছে।

লালমনিরহাটে শকুন উদ্ধার

উদ্ধারকারী সোহাগ রানা নামের এক যুবক জানান, প্রতিবেশির বাড়ির উঠানে শকুনটি দেখতে পান তিনি। এ সময় শকুনটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি উড়তে পারছিলো না। সেখানে থাকা লোকজন মিলে অসুস্থ্য শকুনটিকে ধরে ফেলেন। পরে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়া হয়।
লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান জানান, শকুনটির অসুস্থ্যতার কথা শুনেছি। তাই উপজেলা ভেটেনারি সার্জনকে চিকিৎসা দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লালমনিরহাট জেলা সহকারি বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র জানান, উপজেলা বন কর্মকর্তাকে শকুনটিকে উদ্ধার করতে নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসা দিয়ে সুস্থ্য করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল আরিফ জানান, অসুস্থ্য শকুনটিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন