পাইকগাছায় সোলাদানা ইউনিয়নের শিক্ষক, কর্মচারীবৃন্দের উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও কল্যাণ সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ভিলেজ মাধ্যমিক বিদ্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, ও বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথী ছিলেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও কর্মচারী।
আনন্দবাজার/শাহী/ইমদাদ