বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্য বাড়াতে উভয় দেশকে মিলেমিশে কাজ করতে হবে। দু’দেশের মধ্যে সম্পর্ক জোরদার রাখতে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা থাকতে হবে বলে জানান ভারতের মেঘালয় রাজ্যের মূখ্যমন্ত্রী কনরাড সাংমা।
আজ (শুক্রবার) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও দুর্গাবাড়ি মন্দির পরির্দশন শেষে কনরাড সাংমা বলেন, ২০০৪ সাল থেকে আইনী জটিলতায় মেঘালয় রাজ্য থেকে বাংলাদেশে কয়লা রপ্তানি বন্ধ রয়েছে। তবে তা খুব শীঘ্রই চালু করা হবে।
এসময় সিটি মেয়র ইকরামুল হক টিটু, দূর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি প্রফেসর বিমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক শংকর সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সহ-সভাপতি এডভোকেট পীযুষ কান্তি সরকারসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/ইউএসএস