ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা

“ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সমাজসেবা দিবস ২০২১ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার সকালে আলোচনা সভা ও সুবিধা বঞ্চিত ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে কম্বল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী দেয়া হয় এবং বয়স্কভাতা কার্ড, বিধবা ভাতা কার্ড ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এছাড়া শহরের পার্ক ভিউ বিয়াম ল্যাবরেটরী স্কুলের সামনে ৪০ জন অসহায় শিশু ও তৃতীয় লিঙ্গের ১৫ জনের মধ্যে চাল, তেল, চিনি, লবন, ডাল, নিত্য প্রয়োজনীয় শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ রুহুল আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া। পরে সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সহ ৩ জনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হায়াত উদ-দোলা খাঁন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রহিস উদ্দিন, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ প্রমুখ।

আনন্দবাজার/শাহী/নয়ন

সংবাদটি শেয়ার করুন