ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছু অঞ্চলে অব্যাহত থাকবে শৈত্য প্রবাহ

দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। কোথাও কোথাও থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেয়া হয়েছে।

শৈত্যপ্রবাহ থাকা অঞ্চলগুলো হলো, শ্রীমঙ্গল, নওগাঁ, দিনাজপুর, তেঁতুলিয়া, ডিমলা, রাজারহাট এবং চুয়াডাঙ্গা।

শুক্রবার সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা। এছাড়া দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অপরিবর্তি থাকতে পারে সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন