ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষবরণের রাতটা বিছানায় শুয়ে থাকুন’ ভাইরাল বার্তা

রাস্তায় বা হোটেলে জমায়েত করে পার্টি না করে বিছানায় শুয়ে থাকার বার্তা দিয়েছে মুম্বাই পুলিশ। টুইট করে এই বার্তা দিয়েছেন তারা। যার রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এর আগেও বহুবার মুম্বাই পুলিশের সৃষ্টিশীল টুইট মন কেড়েছে নেট নাগরিকদের। এবারও তাদের টুইট ইতিমধ্যে ভাইরাল নেটপাড়ায়। খবর জি নিউজের।

নতুন বছর শুরু হচ্ছে করোনার নয়া স্ট্রেনের আতঙ্ক নিয়ে। তাই এবার আরও সতর্ক থাকতে হবে। করোনার ভয় খানিকটা মৃদু হলেও ২৪ থেকে ৫০ এনএম- এর ওই ভাইরাস এখনও তরতাজা। ইতিমধ্যে মিউটেন্ট করা শুরু করেছে করোনা। এখনও পর্যন্ত পাওয়া খবরে ভারতে ২৫ জনের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন।
অন্যদিকে, পুনরায় ব্রিটেনে লকডাউন জারি করা হয়েছে। দেশে কোথাও কোথাও নাইট কারফিউ জারি হয়েছে। আবার কোথাও ১৪৪ ধারা। মুম্বাইতে ৫ জানুয়ারি পর্যন্ত রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে।
'বর্ষবরণের রাতটা বিছানায় শুয়ে থাকুন', সোশ্যাল মিডিয়া ভাইরাল পুলিসি বার্তা

করোনাকে একটু হলেও নাগালে আনা সম্ভব হয়েছে, তাই নতুন করে সংক্রমণের হার যাতে না বাড়ে সেদিকে মূল লক্ষ্য প্রশাসনের। বর্ষবরণের মুহূর্তে মানুষের শুভবুদ্ধির ওপরই ভরসা রাখছে পুলিশ।

মুম্বাই পুলিশ টুইট করে জানিয়েছে, BYOB (BE IN YOUR OWN BEDROOM)। অর্থাৎ বাড়িতে বিছানায় শুয়ে কাটান ৩১ ডিসেম্বর বর্ষবরণের রাত। সেই পোস্টের সঙ্গে একটি বিছানার ছবিও শেয়ার করছে মুম্বাই পুলিশ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন