ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে ঢাকা থেকে হাতিয়া গামী এমভি ফারহান ৪ লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
জানা যায়, আজ(মঙ্গলবার) রাত তিনটায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। এসময় ৫ জেলে নিখোঁজ হয়। তাদেরকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নেয়।ফারহান লঞ্চের ধাক্কায় ইঞ্জিন চালিত ট্রলারটি ভেঙ্গে যায়।
ট্রলার মালিক কামাল জানান, মাছ ধরার জন্য মেঘনা নদীতে ট্রলার টি জাল ফেলে রাখেন। কিছুক্ষন পরে ফারহান ৪ লঞ্চটি এসে আমাদের ট্রলারটির উপর উঠিয়ে দেয়। এসময় মাঝি সোহেল, জেলে ফরহাদ, আরিফ, আজাদ ও আলাউদ্দিন নিখোঁজ হয়। পরে তাদেরকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করি। তারা আহত হয়। প্রাথমিক চিকিৎসা নেয় । ট্রলারটি পুরো ভেঙ্গে যায়। এতে আমার ২ লক্ষ টাকা ক্ষতি হয়। ঘটনার কিছুক্ষণ পরে হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়িতে গিয়ে জানিয়েছি।
এমভি ফারহান ৪ লঞ্চের সুপারভাইজার জহিরুল ইসলাম জানান, আমাদের লঞ্চের পিছনে আরো ৩ টি লঞ্চ ছিল। আমরা বিষয়টি জানি না। হয়তবা অন্যলঞ্চে ট্রলারটি মেরে দিয়েছে। তবে ট্রলারটি ভেঙ্গেছে ঘাটের যাত্রীদের মুখে শুনেছি ।
হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা রুহুল আমিন জানান, ট্রলার ডুবির ঘটনার সাথে সাথে ট্রলার মালিক কামাল সহ স্থানীয় জেলেরা আমাকে জানিয়েছে। আমি ঘটনা পরিদর্শন করেছি। ট্রলারটি ভেঙ্গে যায়। আমরা আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষকে ঘটনাটি লিখিত ভাবে জানিয়েছি।
হাকিমুদ্দিন লঞ্চ ঘাট ইজারাদার উজ্জল হাওলাদার জানান, ঘটনার সাথে সাথে ট্রলার মালিক কামাল আমাকে রাত ৩ টায় ফারহান ৪ লঞ্চের কথা বলেছে। আমি ঘটনাটি শুনেছি, ফারহান লঞ্চ মালিক পক্ষকে জানিয়েছি।
এ ঘটনায় ট্রলার মালিক কামাল বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা যায়।
বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বিপিএম জানান, থানায় অভিযোগে পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আনন্দবাজার/শাহী/গাজী