পরিবেশ বাঁচাও, বন বাঁচাও , পাখি বাঁচাও, বন্যপ্রাণী সুরক্ষিত হোক, বেঁচে থাক প্রকৃতি এই শ্লোগানে পঞ্চগড়ের বাংলাবাজার জিরো পয়েন্ট থেকে পায়ে হেটে টেকনাফের শাহপরীর দ্বীপ পর্যন্ত পায়ে হেটে অতিক্রম করবেন এই দুই যুবক। ১৭ থেকে ১৮ দিনের মধ্যে পায়ে হেটে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌছতে যাত্রা শুরু করেছেন আরও এক সপ্তাহ আগে। রবিবার রাত ৯টার দিকে গাজীপুরে পৌঁছান তারা।
ঢাকা জেলার দোহার থানার সাহেদ আহমেদ রিমন, পরিবেশ , বন ও বন্যপ্রাণী রক্ষায় তাদের এ সচেতনা মুলক যাত্রার কথা জানান স্থানীয় সাংবাদিকদের কাছে। তিনি জানান, পঞ্চগড় বাংলাবাজার বর্ডার থেকে শুরু করে প্রথম দিন অবস্থান পঞ্চগড়ের ময়দান দিঘি ইউনিয়নে, ২য় দিন নীলফামারী সদর, ৩য় দিন দিনাজপুরের ফুলবাড়ি, ৪র্থ দিন জয়পুরহাটের পাচ বিবি উপজেলায়, ৫ম দিন বগুড়া সদর, ৬ষ্ঠ সিরাজগঞ্জ, ৭ম টাংগাইল সদর এবং ৮ম গাজীপুরের কোনাবাড়ী। আজ সোমবার ভোরে গাজীপুরে থেকে নারায়নগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। প্রতিদিন গড়ে ৫৪ কিলোমিটার হাটতে হচ্ছে তার।
আনন্দবাজার/শাহী/মিলন