ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

ফের তাপমাত্রা কমতে শুরু করেছে রংপুরসহ আশপাশের জেলাগুলোতে। ফলে কষ্ট বাড়ছে শ্রমজীবী মানুষের। দিনের বেলাতেও যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে।

তবে আগে থেকেই ডিসেম্বরের শেষে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এই শৈত্যপ্রবাহের তাপমাত্রা নেমে ৬ ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

গতকাল রোববার দেশের ১০টি জেলায় তাপমাত্রা কমে ১০ এর নিচে এসেছে এবং আরও ১১ জেলার তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের মাঝে অবস্থান করছে বলেও তাদের পক্ষ থেকে বলা হয়েছে।

আবহাও অফিস থেকে জানা যায়, এই শৈত্যপ্রবাহ তিন থেকে চার দিন থাকতে পারে। এটি মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে। তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু এলাকার তাপমাত্রা বেশি নামতে পারে। অন্য এলাকায় তাপমাত্রা কমলেও খুব বেশি কমবে না।

আবহাওয়া অফিস আরও বলছে, এবারের শৈত্যপ্রবাহটি হবে হিমালয় থেকে ভেসে আসা হিমবাহ থেকে। গত তিন-চার দিন এই অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন