গাজীপুরস্থ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গৃহঋণ প্রদানে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ বিভাগের পরিচালক মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবদুস ছালাম আজাদ অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ এখলাছুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মুহা. শফিকুল আলম ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় গৃহঋণ সুবিধা প্রদানে সরকারী প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে। অনুষ্ঠানে বাউবির পরিচালক স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেস এবং অডিট সেল প্রধান ড. আনিস রহমান উপস্থিত ছিলেন।
আনন্দবাজারা/শাহী/সবুজ