ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে গৃহবধূ শিরিন হত্যার ঘটনায় মানববন্ধন

ফেনীতে গৃহবধূ শিরিন হত্যার ঘটনায় মানববন্ধন

ফেনী শহরতলীর রামপুর তনু পাটোয়ারী বাড়ির গৃহবধূ মাহমুদা আক্তার শিরিন (২৩) হত্যায় জড়িতদের অতিসত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নিহত শিরিনের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশ থেকে অভিযুক্তদের অতিদ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয় অবিলম্বে কঠোর কর্মসূচি ডাক দেওয়ার হুশিয়ারিও দেওয়া হয়।

সমাবেশে নারী নেত্রী সাদিয়া সুলতানা রাত্রি জানান, নিহত শিরিনের পরিবার অসহায় আর প্রতিবাদ জানানোর ক্ষমতা না থাকায় আমরা নারী সমাজ তাদের পক্ষ হয়ে এই হত্যার ন্যায় বিচারের দাবীতে মাঠে নেমেছি, এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা শিরিনের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শিরিন হত্যার তিব্র প্রতিবাদ জানিয়ে ফেনী কলেজ ছাত্রনেতা রবিউল হক রবিন জানান, যদি দ্রুত সময়ের মধ্যে মেধাবী ছাত্রী শিরিন হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী এবং শাশুড়ি সহ অভিযুক্তদের গ্রেফতার করা না হয় তাহলে ছাত্রসমাজকে নিয়ে বৃহৎ কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে।

এদিকে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার পেতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন শিরিনের পিতা ওহিদুর রহমান। বৃহস্পতিবার সকালে ন্যায় বিচার পাওয়ার প্রার্থনা মর্মে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন তিনি।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ ডিসেম্বর) ফেনীর রামপুর তনু পাটোয়ারী বাড়ি থেকে মাহমুদা আক্তার শিরিন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। চলতি বছরের ৭ ফেব্রুয়ারী বজলুর রহমানের ছেলে শাহজালাল শাহীনের সাথে বিয়ে হয় শিরিনের। বিয়ের পর থেকেই শশুর বাড়ির লোকজন শিরিনকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসতো বলে অভিযোগ তার পরিবারের। তাকে তার স্বামী শাহজালাল ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন করে হত্যা করেছে বলে দাবি করেন নিহতের বোন। এই ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে হত্যার দিন থানায় এজহার দাখিল করেন নিহতের বাবা ওহিদুর রহমান।

আনন্দবাজার/শাহী/সুজন

সংবাদটি শেয়ার করুন