শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত

দেশে নতুন ধরণের করোনাভাইরাস শনাক্ত হয়েছে

এবার নভেল করোনাভাইরাসের নতুন ধরণ (স্ট্রেইন) বাংলাদেশে শনাক্ত হয়েছে। যার সাথে সম্প্রতি যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরণের করোনাভাইরাসের সাদৃশ্য রয়েছে বলে জানিয়েছেন দেশের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বিজ্ঞানীরা।

গত মাসে ১৭টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে পাঁচটিতে করোনাভাইরাসের নতুন ধরণের এই স্ট্রেইন শনাক্ত করেছেন তারা।

বিসিএসআইআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যে সম্প্রতি করোনাভাইরাসের নতুন যে স্ট্রেইন পাওয়া গেছে, সেটি আগের স্ট্রেইনটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায় বলে জানানো হয়েছে।

ড. সেলিম খান জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের সর্বশেষ যে সিকোয়েন্স করা হয়েছে, তাতে ভাইরাসটির দুটি স্পাইকে প্রোটিন মিউটেশন পাওয়া যায়।

তিনি আরও জানান, যুক্তরাজ্যে শনাক্ত নতুন ভাইরাসটির স্ট্রেইনে যে বৈশিষ্ট্য আছে, তার সাথে বাংলাদেশে পাওয়া ভাইরাসটির পুরোপুরি মিল না থাকলেও অনেকটাই মিল রয়েছে।

সম্প্রতি যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরণ শনাক্তের পর ইউরোপজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নতুন ধরণের এই করোনাভাইরাস ক্ষণে ক্ষণে রূপ বদল করতে পারে, জন্ম দিতে পারে নতুন ভাইরাসের।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  করোনাভাইরাস : রাশিয়ার দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন

সংবাদটি শেয়ার করুন