অবৈধ দোকান উচ্ছেদ না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং সরকারের কাছে বিকল্প কোন ব্যবস্থার দাবি জানিয়েছেন ফুলবাড়িয়া সুপার মার্কেটের ব্যবসায়ীরা।
জানা গেছে, আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানিয়েছেন।
তারা জানান, বিকল্প কোন ব্যবস্থা ছাড়া উচ্ছেদ অভিযান চললে ফুলবাড়িয়া সুপার মার্কেট দুইয়ের ৫৪১জন ব্যবসায়ী ও কর্মচারী সর্বশান্ত হয়ে যাবে। মার্কেটের ৫ম, ৬ষ্ঠ ও সপ্তম তলায় খালি দোকান রয়েছে, সেখানে তাদের বরাদ্ধ দিলে তারা স্বেচ্ছায় বেইজমেন্ট খালি করে চলে যাবেন বলেও জানিয়েছেন তারা।
ব্যবসায়ীরা দাবি করেন, তারা নিয়মিত ভ্যাট ট্যাক্স দিয়ে আসছেন অথচ এখন বিনা নোটিশে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের প্রতিনিধি নাসির উদ্দিন জানান, গত ২৪ বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি। আমাদের নামে এখানে ৫৪১টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমে দোকান প্রতি ৬০০ টাকা আর পরবর্তীতে এক হাজার ৬০০ টাকা করে প্রতি মাসে ভাড়া নিচ্ছে সিটি কর্পোরেশনের (দক্ষিণ) বাজার শাখা। এমনকি আগামী জুন মাস পর্যন্ত আমাদের ট্রেড লাইসেন্সঅ নবায়ন করা হয়েছে।
এছাড়া আমরা নিয়মিতভাবে ভ্যাট-ট্যাক্স দিচ্ছি। ২০২১ সালের মার্চ-এপ্রিল পর্যন্ত প্রায় দোকানের ভাড়া দেওয়া হয়েছে। এখন যদি স্থাপনা ও দোকান উচ্ছেদের নামে সিটি কর্পোরেশন যদি আমাদের উচ্ছেদ করে তাহলে হাজার হাজার ব্যবসায়ী সর্বশান্ত হয়ে যাবে।
আনন্দবাজার/এইচ এস কে