ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ৯৮ উপজেলায় নির্মাণ হবে হাত ধোয়ার স্টেশন

দেশের ৯৮ উপজেলায় নির্মাণ হবে হাত ধোয়ার স্টেশন

করোনার সংক্রমণ প্রতিরোধ করতে দেশের ৯৮টি উপজেলায় হাত ধোয়ার স্টেশন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশের যেসকল স্থান বিশেষ করে স্কুল-কলেজসহ গণজমায়েত হয়, এমন স্থানের আশেপাশে তৈরি করা হাত ধোয়ার এসব স্টেশন।

এজন্য ইতমদ্ধে ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুধু হাত ধোয়ার স্টেশন তৈরি নয় একই প্রকল্পের অধীনে আর্সেনিক ও আয়রনের সমস্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের স্কিম বাস্তবায়ন করা, প্রকল্প এলাকায় হতদরিদ্রদের মদ্ধে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ, স্কুল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ওয়াশ পরিষেবার ব্যবস্থাসহ আরও বেশকিছু উন্নয়নমূলক কাজ করা হবে।

এ ব্যাপারে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের জন্য খরচ হবে এক হাজার ৮৮২ কোটি ৫৯ লাখ ২৭ হাজার টাকা। এর মধ্যে সরকার নিজস্ব তহবিল থেকে অর্থ দেবে ৫০ কোটি ৮২ লাখ ৯৪ হাজার টাকা।

এছাড়া বিদেশী ঋণ বাবদ পাওয়া যাবে এক হাজার ৮৩১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার টাকা।

ইতমধ্যে, প্রকল্পটি সরকারের ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ প্রকল্পটি সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন