ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্ধন

সস্প্রতি কুষ্টিয়ায় স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বীর মুক্তিযোদ্ধারা মঙ্গলবার এক মানববন্ধন ও সমাবেশ করেন।

রাণীশংকৈল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনের এতে বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও স্থানীয় রাজনৈতিক-সাংস্কৃতিক নেতাকর্মি, শিক্ষক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

এখানে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বিদেশিচন্দ্র রায় ও আবু সুফিয়ান, আ’লীগ সভাপতি ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, বেতার শিল্পি প্রভাষক প্রশান্ত বসাক, সাবেক ইউপি সদস্যা আনসারা বেগম প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারিদের ও বিরোধিতাকারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

আনন্দবাজার/শাহী/কবির

সংবাদটি শেয়ার করুন