ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চিনিকল চালুর দাবিতে রংপুর ও পাবনায় শ্রমিকদের বিক্ষোভ

চিনিকল চালুর দাবিতে রংপুর ও পাবনায় শ্রমিকদের বিক্ষোভ

চিনিকল চালুর দাবিতে রংপুর ও পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক-আখচাষী, কর্মকর্তা এবং কর্মচারীরা।

জানা গেছে, চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আগামীকাল অর্ধদিবস পর্যন্ত হরতাল সফল করতে আজ সকাল থেকে বিক্ষোভ করছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক-আখচাষী ও কর্মচারীরা।

এরপরও যদি সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে রাজপথ রেলপথ অবরোধসহ লাগাতার হরতালের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেয় তারা।

অন্যদিকে, পাবনায় চিনিকল এবং চলতি মৌসুমে আখ মাড়াই কার্যক্রম চালুর দাবিতে বিক্ষোভ করেছে আখ চাষি ও মিলের শ্রমিক-কর্মচারীরা।

এমনকি সকাল থেকে ঈশ্বরদীর দাশুড়িয়া কালিকাপুর চিনিকলের প্রধান ফটকে টাওয়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন শ্রমিক-কর্মচারীরা। পরে আখ চাষিদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন