শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটে অচল সিলেট

৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটে অচল সিলেট

সম্প্রতি সিলেট জেলার পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পুরো সিলেটজুড়ে চলছে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট। জেলার পাথর ব্যবসায়ী ও পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।

জানা যায়,  সিলেটের আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে ব্যারিকেড দিয়ে পিকেটিং করতে দেখা যায় পরিবহনের মালিক-শ্রমিকদের।

এদিকে, দূরপাল্লার যানবাহন এবং সেইসাথে সিএনজি অটোরিকশারও চলমান রয়েছে ৪৮ ঘণ্টার ধর্মঘট। গ্রিল লাগানো বাতিল দাবিতে গতকাল সোমবার থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে রয়েছে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। ফলে কার্যত অচল হয়ে পড়েছে পুরো সিলেট।

সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি নিয়ে পাথর ব্যবসায়ী ও পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ একযোগে মাঠে নামেন। সোমবার তারা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সাথে বৈঠক করেন।

উল্লেখ্য, অনুষ্ঠিত বৈঠকে সমাধান না হওয়ায় সিলেট বিভাগে তিনদিনের এ ধর্মঘট কর্মসূচির ডাক দেয় সংগঠনটি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর ৬টা থেকে ধর্মঘট পালনে সিলেটের বিভিন্ন সড়কের মোড়ে অবস্থান নেন পরিবহন ও পাথর সংশ্লিষ্ট শ্রমিকরা।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  সিলেট-কক্সবাজার রুটে প্রথম ফ্লাইট ১২ নভেম্বর

সংবাদটি শেয়ার করুন