ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি রেকর্ড

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি রেকর্ড

হিমালয়ের সংলগ্ন বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে হিমশীতল বাতাস ও মাঝারি শৈত প্রবাহে ৭ দশমিক ১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। তবে আজ সকালে সূর্যের দেখা মিলেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাত ও সকালের তুলনায় দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেড়ে যায়। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা ওঠানামা করায় এ অঞ্চলের শীতার্ত মানুষের হুমকি হিসেবে মনে করছে। গত কয়েকদিন ধরে সকালে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কমতে শুরু করে বিকেল থেকে তা পরদিন সকাল পর্যন্ত হয়।

এদিকে তাপমাত্রা ওঠানামা করার ফলে শিশু, বয়স্করা সর্দি, কাশি, অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আনন্দবাজার/শাহী/মোবারক

সংবাদটি শেয়ার করুন