ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এক কাতল মাছের দাম ২৯৪০০ টাকা!

রাজবাড়ীর গোয়ালন্দতে এক কাতলের দাম উঠেছে ২৯ হাজার ৪০০ টাকা। রবিবার (২০ ডিসেম্বর) উপজেলার পদ্মা অংশে এক জেলের জালে ২১ কেজি ওজনের ঐ কাতল মাছটি ধরা পড়ে।

জেলে জামাল প্রামাণিকের জালে বিশালাকার ঐ মাছটি ধরা পড়ে। জামাল প্রামাণিক বলেন, প্রতিদিনের মতো শনিবার রাতে পদ্মায় মাছ শিকারে কয়েকজন মিলে যাই। আমরা নদীতে জাল ফেলে বসে থাকি। রবিবার ভোরে জালে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিলে বুঝতে পারি বড় ধরনের কোনো মাছ ধরা পড়েছে। পরে অনেকক্ষণ সময় নিয়ে কয়েকজন মিলে জাল তুললেই দেখি বিশাল একটি কাতল মাছ।

তিনি আরও বলেন, করোনাকালীন ছেলেমেয়ে নিয়ে চলতে অনেক টাকা দেনা হয়েছে, কাতল মাছটি ২৮ হাজার ৩৫০ টাকায় বিক্রি করে আমার ভাগ্য ফিরেছে। এতে খুব খুশি হয়েছি।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, কাতলটি দৌলতদিয়ার দুলাল মণ্ডলের আড়ৎ থেকে সকালে ১৩৫০ টাকা কেজি দরে ২৮,৩৫০ টাকায় কিনে নিয়েছি। এখন ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা হয়েছে। তার কাছে মাছটি ১৪০০ টাকা কেজিতে ২৯,৪০০ টাকায় বিক্রি করা হয়েছে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমান নদীতে বড় বড় নানান প্রজাতির মাছ ধরা পড়ছে। তবে আমার জানামতে এতবড় কাতল নদীতে খুব একটা হয় না।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন