ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশাল শ্রমিক সমাবেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশাল শ্রমিক সমাবেশ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে তাহিরপুর বাদাঘাট সরকারী কলেজের মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ ও বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জুনাব আলী, ছাত্রলীগ নেতা রাহাত হায়দার এর সঞ্চালনায় প্রধান অতিথি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

বিশেষ অতিথি তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, কয়লা আমদামী করন সমিতির সভাপতি হাজী আলখাস উদ্দিন খন্দকার, তাহিরপুর উপজেলার ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন, চেয়ারম্যান আত্তাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি এমপি রতন বলেন, পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে দেশ, উন্নয়নের বাংলাদেশ, বিশ্বনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের জনক, গ্রাম হচ্ছে শহর, হাওরে বিভিন্ন উন্নয়ন হচ্ছে। এই বাদাঘাট সরকারী কলেজের ৪ তলা ভবণ উদ্ধোধন করা হয়েছে। অচিরেই শেখ হাসিনার উড়ন্ত সেতু নেত্রকোণা টু সুনামগঞ্জ কাজ শুরু হবে ইনশাল্লাহ।

পদ্মা সেতু নির্মাণে আরও একধাপ এগিয়ে বাংলাদেশ, বিজয়ে মাসে বাংলা আরও একটি বিজয় পদ্মা সেতু। শ্রমিকদের বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক, সকল ধরণের সুযোগ পাবেন শ্রমিকরা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।

আনন্দবাজার/শাহী/সাইফ

সংবাদটি শেয়ার করুন