ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশজুড়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ

সারাদেশে আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের বেশিরভাগ এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর ও কুড়িগ্রামে শীতের প্রকোপ বেশি থাকবে। উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে আজ রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর পর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন