মরিশাসের সঙ্গে বর্তমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) মরিশাসের রাজধানী পোর্ট লুইসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামফলক উন্মোচনের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে মরিশাসের সঙ্গে আমরা হাতে হাত রেখে একসঙ্গে পথ চলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, বাংলাদেশ ও মরিশাস দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে চমৎকার সম্পর্ক উপভোগ করছে। জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য দুই দেশই একই মূল্যবোধ, নীতি ও আকাঙ্ক্ষা পোষণ করে।
এদিকে মরিশাসের সড়ক বঙ্গবন্ধুর নামে নামকরণ সেখানে বসবাসরত বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক।
আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও মরিশাস একে অন্যকে সমর্থন করে বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি, আগামী বছর বাংলাদেশ ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিবে এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরো সুদৃঢ় করার জন্য কাজ করবে।
আনন্দবাজার/এম.কে




