শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে শহীদ ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঈশ্বরগঞ্জে শহীদ ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ঈশ্বরগঞ্জে মহান মুক্তিযোদ্ধে শহীদ ও অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ থানা চত্বরে “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যের আলোকে শহীদ ও অবসরপ্রাপ্ত আটজন পুলিশ মুক্তিযোদ্ধাকে এ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

জেলা পুলিশ কার্যালয়ের নির্দেশনায় যাদের এই সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয় তারা হলেন, উপজেলার আঠারোবাড়ী ইউনিয়নের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মহেশপুর গ্রামের অবসরপ্রাপ্ত এসআই বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান ভূইয়া, সাটিহারি গ্রামের অবসরপ্রাপ্ত কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা দেবেশ চন্দ্র দাস, গাবর বোয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান তালুকদার, সাকুয়া মাঝের চর গ্রামের বীর মুক্তিযোদ্ধা যতীন্দ্র চন্দ্র বর্মন, দত্তপাড়া গ্রামের শহীদ কনস্টেবল আব্দুর রহিম, রোকনপুর গ্রামের শহীদ কনস্টেবল শামসুল হক।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, এস আই শাওন চক্রবর্তী ও এস আই হোসাইন মোহাম্মদ আরাফাত প্রমুখ।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের মিয়া বলেন, মুক্তিযোদ্ধারা জীবনবাজী রেখে যদি যুদ্ধ না করতো তাহলে আমরা স্বাধীন দেশ পেতাম না। মুক্তিযোদ্ধাদের সেই সাহসিকতা নিয়েই আজ আমরা আমাদের কর্ম জীবনটা দেশের জনগনের কল্যাণে অতিবাহিত করে যাচ্ছি।

আনন্দবাজার/শাহী/তারেক

আরও পড়ুনঃ  ইবি উপ-উপাচার্যের বিদায় সংবর্ধনা

সংবাদটি শেয়ার করুন