পদ্মা সেতুতে যান চলাচলের জন্য আরও দেড় বছর সময় লাগবে। তবে এই সময়টাকে এক বছরে কমিয়ে আনতে কাজ শুরু করেছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। বর্তমানে সেখানে চলছে ২ শিফটে কাজ। সেতু কর্তৃপক্ষ মনে করছেন, জনবল বাড়িয়ে সেটাকে ৩ শিফটে করা হলে কাজ দ্রুত শেষ করা যাবে।
পদ্মা সেতু প্রকল্পের কাজ শুরুর দিনগুলোতে কাজ করেছে ৪ হাজার ২শ দেশীয় শ্রমিক ও ৯৮০ জন চীনা নাগরিক। তবে করোনার কারণে কিছুটা হোঁচট খায় কাজ। নববর্ষ উদযাপন করতে দেশে গিয়ে ৪শ চীনা নাগরিক আর ফিরেননি। এছাড়া ২ হাজার ২শ দেশীয় শ্রমিক প্রকল্প এলাকা ছেড়ে যায়। এতে প্রকল্পের বিভিন্ন অংশের কাজ প্রত্যাশার তুলনায় ধীর হয়ে আসে।
এমন পরিস্থিতে নতুন করে শুরু হয়েছে জনবল সংগ্রহ। বর্তমানে ৩ হাজার বাংলাদেশি ও ৭শ চীনের নাগরিক প্রকল্পে কর্মরত আছেন। চলতি মাসের শেষের দিকে নতুন করে যোগ দেবে আরও একটি দল। আগামী বছরের শুরুতে আরও একটি দল যোগ দিলে কাজে গতি পাওয়ার প্রত্যাশা সেতু মন্ত্রণালয়ের।
এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব বেলায়েত হোসেন বলেন, দুটি টিম এখন কাজ করছে। আরেকটি টিম এই মাসের শেষের দিকে অর্থাৎ আগামী জানুয়ারীর মধ্যে যুক্ত হবে। এবং চতুর্থ টিম আমরা আশা করছি আগামি বছরের জানুয়ারির মধ্যে যুক্ত হবে।
আনন্দবাজার/টি এস পি