ঢাকা | বৃহস্পতিবার
১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে বিজয় দিবসে এইচইডি অফিসে আলোচনা ও দোয়া

গাজীপুরে বিজয় দিবসে এইচইডি অফিসে আলোচনা ও দোয়া

অনেক রক্ত, অনেক অশ্রু আর ত্যাগের বিনিময়ে পাওয়া এই বিজয়। আর এই দিনটি এসছিল ১৯৭১ সালের আজকের এই দিনে। বাঙ্গালী জাতির সেই বিজয়ের ৫০তম দিবস আজ। এরই ধারাবাহিকতায় মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের স্মরণে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গাজীপুর বিভাগ অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অয়োজন করা হয়।

এদিকে (বুধবার) ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গাজীপুর বিভাগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নির্বাহী প্রকৌশলী বৃষ্টি সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গাজীপুর বিভাগ এর সহকারী প্রকৌশলী শিহাব উদ্দীনের সঞ্চালনায় স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের স্মরণে-আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা নূর ইসলাম।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন-স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গাজীপুর বিভাগ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুস সবুর তালুকদার। বিজয় দিবস উপলক্ষে ঠিকাদারদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ আশরাফুল হক চৌধুরী (কলি), মোঃ নাসির হোসেন ভূঁইয়া ও মোঃ আশরাফসহ প্রমুখ।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন