প্রধানমন্ত্রীর উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের বৌলাইগঞ্জ বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আড়াই ঘটিকার সময় বৌলাইগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সুখাইর বাজারপুর উত্তর ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উদ্ধোধক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল করিম, শ্রম বিষয়ক সম্পাদক এড. আহাদুল ইসলাম রতন, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুল বাসেদ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা আজহারুল ইসলাম পিকে দিদার, ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, ফরহাদ আহমেদ, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, মধ্যনগর আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন, মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ চৌধুরী, যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক অবসর প্রাপ্ত কর্পো: মো: আজিজুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি এমপি রতন বলেন, হাওর বাসীর ৪৯ বছরে স্বপ্ন পুরণ হল মহান বিজয় দিবসে, নুরপুর, বাবুপুর, দিগজান, রহমতপুর, প্রতাবপুর, সরিষাকান্দা, ইসলামপুর সহ ৭ টি গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্ধোধন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৬ কোটি, ৯৪ লক্ষ, ৫০ হাজার টাকা প্রায়। মহান বিজয় দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই। সেই সঙ্গে সঙ্গে লাল সবুজের পতাকার সৈনিক বীর মুক্তি যোদ্ধাদের প্রতি লাল সালাম জানাই। যার জম্ম না হলে বাংলাদেশের জম্ম হতনা, যার জম্ম না হলে স্বাধীনতা পেতাম না সেই মহান পুরুষ হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
আনন্দবাজার/শাহী/সাইফ