ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়

রায়গঞ্জে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয়

মহান বিজয় দিবস উপলক্ষে জাহানারা তোজাম্মেল ফাউন্ডেশন এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষে বিনামূলে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ই ডিসেম্বর) সকাল ৯ ঘটিকায়। জাহানারা তোজাম্মেল ফাউন্ডেশন এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদানে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের লক্ষীকোলা নতুন বাজার (হঠাৎ বাজার) চত্বরে বুধবার এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র এলাকার সুযোগ্য সন্তান জনাব মোঃ ফরিদুল ইসলাম (খোকন)।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ ফিরোজ মাহমুদ রকি, হাসান নাসরুললা, মেহেদী হাসান ইমরান, মোঃ রাসেল রানা, নাজমুল হুদা, গোলাম কবির, মাসুদ রানা, সুরাইয়া পারভীন দিপা, সুমাইয়া খাতুন, মাহফুজুর রহমান, সজিব মিয়া, নুহান ইসলাম প্রমুখ।

সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আশরাফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ হেলাল, মোঃ আশরাফুল আলম, মোঃ সিফাত সরকার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, মোঃ সিয়াম সরকার, মোঃ আশিক, মোঃ মিরাজুল ইসলাম, মোঃ নিজাম, সাকিল, সাব্বির, সাহাদাত, অভি, সুমন, মাসুম আরো অনেক।

দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় প্রায় তিন শতাধিক ব্যক্তি বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। আয়োজকরা জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কাজটি করে থাকেন। এর মাধ্যমে প্রত্যেককে ক্লাবের ডোনার হিসেবে কার্ড প্রদান করা হয়। ক্লাবের সদস্যরা যে কোনো সময় কারো প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত থাকে।

আনন্দবাজার/শাহী/আবির

সংবাদটি শেয়ার করুন