ঢাকা | সোমবার
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কওমি আলেমদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, সিদ্ধান্ত জানাবেন মঙ্গলবার

কওমি আলেমদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ভাস্কর্য ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন দেশের কওমি মাদরাসাগুলোর শীর্ষ আলেমরা। বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার রাত ৯টায় বৈঠক শুরু হয়ে তা শেষ হয় সাড়ে ১১টায়। তবে বৈঠক শেষে কোন সিদ্ধান্ত কিংবা আলোচনার কোনো বিষয় নিয়ে কথা বলেনি কোন পক্ষ। মঙ্গলবার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানা যায়।

বৈঠকে কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নেতৃত্বে শীর্ষ আলেমরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুসলেহ উদ্দিন গওহরপুরী ও মাওলানা নূর আহমদ কাসেম।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন