ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লার বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা লালমাই উপজেলায় যাত্রী বাহী বাস চাপায় মোটরসাইকেল আরোহী মমিনুল ইসলাম (৪৮) নামের এক যবুক নিহত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে কুমিল্লা-নোয়াখালী সড়কের হরিশ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম উপজেলার পেরুল ইউনিয়নের পশ্চিম পেরুল গ্রামের মৃত সিরাজুল ইসলাম ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে যাত্রী বাহী আল-বারাকা বাস ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীর দিকে যাচ্ছিল হরিশ্চর বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মমিনুল ইসলাম নিহত হয়।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে৷

আনন্দবাজার/শাহী/বাশার

সংবাদটি শেয়ার করুন