ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

২৭ জানুয়ারি চসিকে ভোটগ্রহণ

মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত ছিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন। স্থগিত চসিক নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ভোটের এই নতুন তারিখ ঘোষণা করেন তিনি।

আলমগীর বলেন, ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রত্যেকটি কেন্দ্র্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র নেয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, শুধু সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ এবং ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে (নতুন প্রার্থীদের) মনোনয়নপত্র দাখিল করা যাবে। যদিও ইসি তাদের সময় দিবে। তবে যারা এরই মধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের আর নতুন করে মনোয়নপত্র জমা দিতে হবে না।

এর আগে ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন হয়েছিল। গত ৫ আগস্ট ওই নির্বাচিত করপোরেশনের মেয়াদ শেষ হয়। আর আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা ছিল।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন