ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্ণ সূর্যগ্রহণ আজ

পূর্ণ-সূর্যগ্রহণ-আজ

পূর্ণ সূর্যগ্রহণ হতে পারে আজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু হয়ে রাত ১২টা ৫৩ মিনিটে শেষ হবে। তবে বাংলাদেশে সূর্যগ্রহণটি দেখা যাবে না। জানা গেছে, গতকাল রবিবার আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটির কেন্দ্রীয় সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩২ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে ১০ টা ১৩ মিনিট ৩০ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে ১১ টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে। আর সূর্যগ্রহণ শেষ হবে রাত ১২ টা ৫৩ মিনিটে।

সূর্যগ্রহণটি শুরু হবে জর্জ টাউন থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং শেষ হবে সেন্ট হেলেনা, অ্যাসেনসিওন দ্বীপ এবং ত্রিস্তান দ্য কুনহা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। তবে বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের নানা প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণটি।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন