স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি করোনার বিস্তার রোধ করি, প্রতিপাদ্যকে নিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলায় সার্জিক্যাল মাস্ক, সাবান এবং সেলাই মেশিনসহ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠিত হয়।
২০১৯-২০২০ অর্থ বছরে প্রাপ্ত বিজিবি ১ম কিস্তির বরাদ্দ হতে স্বাস্থ্য সেবা খাতে কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দরিদ্র পরিবারের মধ্যে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়া সাবান ও ব্লিচিং পাউডার এবং ২০১৮-১৯ অর্থ বছরের এসডিজি গোল ১,৮ ও ভিশন ২০২১ অর্জনে দুস্থ বেকারদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি ময়মনসিংহ ১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আকরাম হোসাইন, ময়মনসিংহ জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুন, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক জহির ইসলাম খান জনি, মল্লিকবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জুয়েল রানা ও মল্লিকবাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক