শিগগিরই স্যাটেলাইট বঙ্গবন্ধু-২ মহাকাশে পাঠানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় শনিবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠিত সুধী সমাবেশে এ কথা জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, শেখ হাসিনা বাঙালির সাহসের প্রতীক। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মিয়ানমার যা করতে পারেনি শেখ হাসিনা অসীম সাহসে পাবনার রূপপুরে সেটা করেছেন। এই কাজ প্রায় শেষের পথে। শেখ হাসিনা ঊর্ধাকাশে নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ পাঠিয়েছেন। বাংলাদেশের নাম লেখা এই স্যাটেলাইট সারা বাংলাদেশে ঘুরছে। শিগগিরই আমরা তার নেতৃত্বে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটও মহাকাশে পাঠাব।
পদ্মা সেতু প্রসঙ্গে মন্ত্রী বলেন, পদ্মা সেতুর জন্য টাকা দিতে গিয়েও মিথ্যা অভিযোগ দিয়ে পিছিয়ে গিয়েছিল বিশ্বব্যাংক। এই টাকা কোনো খয়রাতি টাকা ছিল না। ঋণের টাকা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহস করে তাদের মিথ্যা অপবাদ উড়িয়ে দিয়ে আমাদের নিজেদের অর্থে টাকার সংস্থার করে আজ পদ্মাসেতুর কাজ শেষ করেছেন। এই সাহস ছিল তার পিতা সর্বকালের শ্রেষ্ট বাঙালি শেখ মুজিবুর রহমানের।
তিনি আরও বলেন, স্বাধীনতার মাত্র ৫০ বছরে কীভাবে বাংলাদেশ এমন উন্নতি করলো তা নিয়ে বিষ্মিত সারা বিশ্ব। শেখ হাসিনার নেতৃত্বে এটা করতে পেরেছি। আমরা। কারণ শেখ হাসিনা দরিদ্র, বঞ্চিত, অসহায় মানুষদের পক্ষে কাজ করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকটের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সবুজ কান্তি দাস ও রঞ্জিত চৌধুরী রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। সভায় স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এছাড়া আরও বক্তব্য দেন শিক্ষাবিদ প্রফেসর পরিমল কান্তি দে, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, ইসলামগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজিনুর রহমান প্রমুখ।
আনন্দবাজার/ডব্লিউ এস