ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জে সরকারি কর্মকর্তা ফোরামের প্রতিরোধ সভা

রূপগঞ্জে সরকারি কর্মকর্তা ফোরামের প্রতিরোধ সভা

জাতির জনকের সম্মান রাখবো মোরা অম্লান” এই স্লোগানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সরকারি কর্মকর্তা ফোরামের আয়োজনে প্রতিরোধ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ই ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিরোধ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুরজাহান আরা খাতুন, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ওসি অপারেশন আল মামুন, উপজেলা ইঞ্জিনিয়ার এনায়েত কবির, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহমেদ, পল্লী বিদ্যুাতের উপ-মহাব্যবস্থাপক আব্দুর রহিম, ভুলতা ফাড়ীর ইনচার্জ আনিচুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ই মজুমদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা। বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে আমরা বাংলা ভাষায় স্বাধীনভাবে কথা বলতে পারছি।

আনন্দবাজার/শাহী/ফয়সাল

সংবাদটি শেয়ার করুন