ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কারখানার গোডাউনে অগ্নিকান্ড

ব্রাহ্মণবাড়িয়ায় কারখানার গোডাউনে অগ্নিকান্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ঝাড় তৈরির কারখানার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শনিবার দুপুর ১২টার দিকে শহরের উত্তর মৌড়াইল রেল স্টেশন সংলগ্ন গোডাউনে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার ব্রিগেড ও স্থানীয়রা জানায়, ফায়েজ মিয়ার ভবনে ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবৎ ঝাড়– তৈরির একটি কারখানা ব্যবসা পরিচালনা করে আসছিল সাইফুল মিয়া। গোডাউনের পাশে একটি ভাঙ্গারির দোকানও ছিল। আকষ্মিক ভাবে ঝাড়–র গোডাউনে আগুনে লেগে পাশ্ববর্তী ভাঙ্গারির দোকানের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।

ভাঙ্গারির দোকানের মালিক মোঃ আবুল খায়ের বলেন, গোডাউনের বাইরে ঝাড়– তৈরির জন্য শলা রাখা হয়। এতে আগুন লেগে আমার দোকানের প্লাষ্টিক ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ছায় হয়ে গেছে। এতে কয়েক লাখ টারার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আব্দুল সামাদ বলেন, খবর পেয়ে আমরা এসে একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক ভাবে সিগেরেট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হলেও তদন্ত সাপেক্ষে জানা যাবে আগুনের মূল কারণ। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।

আনন্দবাজার/শাহী/নয়ন

সংবাদটি শেয়ার করুন