ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্থ সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে শতাধিক নারী-পুরুষ।

বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, আবু মুসা ও রাহিলা বেগম বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা জানান, সোনাইকাজী এলাকার মরহুম নজীর চেয়ারম্যানের বাড়ী থেকে আবু মুসার বাড়ী হয়ে মিন্টু মেম্বারের বাড়ী পর্যন্ত ৬৫০ মিটার রাস্তা দিয়ে গ্রামের তিন সহশ্রাধিক লোকজন যাতায়ত করে। প্রতিবছর বর্ষাকালে সীমাহীন কাঁদা ও পানি মাড়িয়ে চলাচল করে গ্রামের লোকজন। এ বছরের বন্যায় রাস্তার দুই পাশের মাটি ভেঙ্গে গিয়ে রিকসা, ভ্যানগাড়ী কিংবা অটোরিক্সা নিয়েও গ্রামে ঢোঁকা কষ্টকর হয়ে পড়েছে। তাই গ্রামে প্রবেশের একমাত্র সড়কটি দ্রুত সংস্কার বা পাকা করা প্রয়োজন।

এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার জানান, ওই এলাকার লোকজন দীর্ঘদিন থেকে সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে আসছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলে সড়কটি পাকাকরণের ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/শাহী/জাহাঙ্গীর

সংবাদটি শেয়ার করুন