ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা

কুয়াশার চাদরে মোড়ানো ঢাকা

ঢাকায় শীত বাড়তে শুরু করেছে। একই সাথে কুয়াশার চাদরে মোড়িয়ে পুরো শহরকে। সূর্যের দেখা নেই, উত্তর ও উত্তর-পশ্চিমের হিমেল বাতাসে বাড়ছে শীতের তীব্রতা।

এর আগে ঢাকায় গতকাল  মঙ্গলবার রাত থেকে কুয়াশা পড়া শুরু করে। আজ বুধবারও কুয়াশায় ঢেকে আছে রাজধানী শহর। সকাল ১১টার পরও দেখা নেই সূর্যের। রয়েছে হিমেল হাওয়া। এ দিন ঢাকায় স র্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন