ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে দেশের প্রথম পয়োবর্জ্য ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর

গাজীপুরে দেশের প্রথম পয়োবর্জ্য ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর

প্রথম বারের মতো দেশের সর্ব-বৃহৎ সিটি করপোরেশন গাজীপুরে পয়োবর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম চালু হচ্ছে। গাজীপুর সিটি করপোরেশন ও আইএফসি’র মধ্যে এই ব্যবস্থাপনা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় গাজীপুর মহানগরের আঞ্চলিক কার্যালয় অঞ্চল-৩ এর অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম এবং আইএফসি’র কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নাও চুক্তিতে স্বাক্ষর করেন।

এদিকে আইএফসি’র প্রতিনিধি ফারহান তারিক জানান, দেশে প্রথমবারের মতো সর্ববৃহৎ সিটি করপোরেশন গাজীপুর সিটি করপোরেশনে পয়োবর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম চালু হবে। এদিকে এ চুক্তি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৭শ কোটি টাকা। তিনি আরো জানান, আগামী ৬ মাসের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। বিশ্বব্যাংক এই প্রকল্পে সহযোগী হিসেবে থাকবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গাজীপুর নগর পিতা আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, গাজীপুর শহরকে নীট এন্ড ক্লিন এবং গ্রীণ সিটি হিসেবে গড়ে তুলতে চাই। সেজন্য আমরা দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরো বলেন, পয়োবর্জ্য যেটিতে নানা ধরণের রোগ-জীবানু থাকে। আর এই বর্জ্য নদী-নালা, খাল-বিলে মিশে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ।
এদিকে আইএফসি ও বিশ্বব্যাংক যৌথভাবে বাংলাদেশের মধ্যে প্রথমবারের মতো গাজীপুর সিটি করপোরেশনে এই পয়োবর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেয়ায় গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধি জাভেদ বিন করিম, বিশ্বব্যাংকের কনসালটেন্ট মেহেদী হাসান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মোঃ আকবর হোসেন, প্রকৌশলী মজিবুর রহমান কাজলসহ প্রমূখ কর্মকর্তারা।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন