ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি শাখা ছাত্রলীগের

হাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি শাখা ছাত্রলীগের

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম ফেসবুকে লিখেছেন, বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার পক্ষ থেকে ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানের জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। মুজিব বর্ষ শুরু থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি ছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করার। ঐ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আস্বস্ত করেলেও এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। আশা করি আওয়ামীপন্থী যে সকল শিক্ষক আছেন তারাও আমাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করবেন।

শেখ রাসেলের সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনেশ চন্দ্র পাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের জন্য বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনেক আগে আবেদন করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তেমন কোনো ব্যবস্থা/ উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। তবে আমরা আশাবাদী বর্তমান করোনা পরিস্থিতি পার করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন হাবিপ্রবিতে বঙ্গবন্ধু ভাস্কর্য স্থাপনে ব্যবস্থা গ্রহণ করবে।বাংলাদেশ সৃষ্টিতে যেই মানুষটি সারাজীবন এই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন, যার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও ইতিহাস রক্ষার জন্য হলেও এই ক্যাম্পাসে একটি ভাস্কর্য নির্মাণ অতীব জরুরী।

শেখ রাসেল সম্প্রসারণ হল শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য মোঃ রিয়াদ খান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের জন্য বরাবরই বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখা ও সাধারণ শিক্ষার্থীরা সোচ্চার ছিলো। এ বিষয়ে অনেকবার আবেদন প্রদান করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের কোন প্রশাসনই যথাযথ উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান প্রশাসন কিছুটা আশার আলো দেখালেও করোনা পরিস্থিতির কারণে সেটা আর বাস্তবায়ন হয়নি। এখানে সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তেভাগা আন্দোলনের নেতা মরহুম হাজী মোহাম্মদ দানেশ এর ভাস্কর্য হওয়া প্রয়োজন বলে মনে করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ভাস্কর্যর বাইরের আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তেভাগা আন্দোলনের অন্যতম নেতা যার নামে আমাদের এই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই মহান ব্যাক্তি মরহুম হাজী মোহাম্মদ দানেশের কবর স্থানান্তর করে হাবিপ্রবিতে নিয়ে আসা সম্ভব হলে দীর্ঘ দিনের প্রতিক্ষার অবসান হতো।

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা অধ্যাপক ড. শ্রীপতি সিকদার জানান, বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ হতে পারে এ বিষয়ে কারো দ্বিমত থাকতে পারে বলে আমার মনে হয় না। অনেক বিশ্ববিদ্যালয় স্মৃতি ধরে রাখার জন্য বিভিন্ন ধরণের ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আমাদের এখানেও হতে পারে তবে এখন করোনা থাকায় একটু জটিলতা সৃষ্টি হয়েছে। আর আমি একা এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারিনা।

আনন্দবাজার/শাহী/আজিজুর

সংবাদটি শেয়ার করুন