নারায়ণগঞ্জে রূপগঞ্জে চলতি সপ্তাহে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে। এর মধ্যে সেই সাথে বাড়ছে শীতের কাপড়ের বেচাবিক্রিও।
মঙ্গলবার উপজেলার বিভিন্ন হাট-বাজার মার্কেট ও ফুটপাতের দোকানগুলো ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। বিকেলের পর থেকে ঠাণ্ডা পড়লেও সকাল থেকে কিছুটা রোদের তাপ অনুভব করা যায়। এর মধ্যে বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট ভুলতা -গাউছিয়া এবং ফুটপাতে বিক্রি বেড়েছে শীতের কাপড়ের।
সরেজমিনে, ভুলতা গাউছিয়া, মুড়াপাড়া বাজার কাঞ্চন বাজার, তারাবো, রূপসী ঘুরে এসব দৃশ্য দেখা গেছে।
সেখানে দেখা যায়, নিম্ন ও মধ্য আয়ের সাধারণ মানুষের এসব দোকানে বেশী ভীড় করছেন। শীতকে টার্গেট করে ভারী কাপড় ক্রয় করছেন তারা। এর মধ্যে অনেকেই শিশুদের জামা কাপড়ও ক্রয় করছেন।
কথা হয় মুড়াপাড়া বাজারে শাপলা বস্ত্রালয় এর মালিক তপন কুমার এর সাথে তিনি বলেন। শীতের তীব্রতা কিছুটা বেড়েছে তাই বেচাবিক্রি বেড়েছে। এই সিজনে আমাদের ব্যবসা হয় ও আমরা চালান তুলে ভালো লাভ করি। আরেকটু শীত পড়লে ভালো ব্যবসা করতে পারবো। আমরা শীতের মালামাল তুলেছি দোকানে এখন বিক্রি ঠিকঠাক হলেও হয়। আশা করছি এবার শীত পড়বে বিক্রিও বাড়বে।
আনন্দবাজার/শাহী/ফয়সাল