গাজীপুর সিটি কর্পোরেশন কার্যালয় নগর ভবন সড়কের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নাজুক। ড্রেনের ময়লা পানি মাড়িয়েই এই সড়কে থাকা গাজীপুর ডায়াবেটিক সেন্টারে আসা রোগী, স্থানীয় সাংবাদিকদের ১৫টির বেশী অফিসে চলাচল, মসজিদের মুসল্লিদের আসা-যাওয়া, পথচারী ও এলাকাবাসীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে করে অনেকেই বিভিন্ন চর্মরোগে এবং মশাবাহিত নানা রোগেও আক্রান্ত হচ্ছেন। সিটি কর্পোরেশনে একাধিকবার জানিয়েও কোনও প্রতিকার পাচ্ছেন এই সড়কে চলাচলকারীদের অভিযোগ।
রাজবাড়ি সড়কের গাজীপুর প্রধান ডাকঘর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালকের কার্যালয়ের মাঝদিয়ে নগর ভবনে যাওয়ার সড়কটির নাম হাবিবুল্লাহ স্মরণী। দীর্ঘদিন ধরে এই রাস্তায় পাশের ড্রেনের ময়লা পানি উপচে পরে জমে আছে। আর নগর ভবনের ভেতর নির্মাণ কাজ চলায় উত্তরের গেইটটি বন্ধ থাকায় সিটির দায়িত্ত¡শীল কর্মকর্তারা এই পথে চলাচলও কমিয়ে দেয়ায় কর্তৃপক্ষের নজরে আসছেনা বলে জানান এলাকাবাসী।
সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাস্তার এ অবস্থা। হাবিবুল্লাহ স্মরণী এলাকায় প্রায় শতাধিক পরিবারের ৫ শতাধিক মানুষের বাস। এখানে রয়েছে গাজীপুর ডায়াবেটিক সেন্টার, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার, স্থানীয় কয়েকটি পত্রিকার কার্যালয় এবং স্থানীয় সাংবাদিকদের ১৫টির বেশী অফিস ও কয়েকটি দোকান। এই এলাকায় চলাচলের একমাত্র সড়ক এটি। বছরের বেশীরভাগ সময় ময়লা পানিতে তলিয়ে থাকে এই সড়কের ডাকঘর সংলগ্ন অংশ। ময়লা ও দুর্গন্ধময় পানি মাড়িয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে মুসল্লিদের অনেক অসুবিধা হচ্ছে। ময়লা পানি মাড়িয়ে প্রতিদিন চলাচল করায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
গাজীপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া বলেন, আমার জানামতে এই সড়কটি উন্নয়নে ইতোমধ্যে টেন্ডার হয়েছে। কাজটি বাস্তবায়নের বিষয় প্রকৌশলীরা ভালো বলতে পারবেন।
হাবিবুল্লাহ স্মরণীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংলগ্ন পুড়ি- সিঙ্গারা ও নাস্তার দোকান মালিক মোঃ মাসুম মিয়া বলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অনেক বার বলেও লাভ হয়না। ড্রেনের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে এই জায়গা দিয়ে মানুষ চলাচল করতে পারেনা।
হাবিবুল্লাহ স্মরণীর বাসিন্দা অ্যাডভোটেক রফিকুল ইসলাম বলেন, ড্রেন উপচে ময়লা পানি সড়কে জমছে। ‘দীর্ঘদিন ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি দিয়ে যাতায়াত করতে গিয়ে আমরা অসুস্থ হয়ে পড়ছি’। ড্রেনের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই।’
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: মজিবুর রহমান কাজল বলেন, ড্রেনে ময়লা-আবর্জনা জমে ওভারফ্লো করছে। দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে।’
আনন্দবাজার/শাহী/সবুজ