গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভা এলাকায় সোমবার (৭ নভেম্বর) অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে গাজীপুরের পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযানের নেতৃত্ব দেন। অভিযানে ৮ টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং সর্বমোট ৬২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ইটভাটাগুলো হলো মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম ব্রিকস) ৬ টি, উমামা ব্রিকস ও আরসিজি ব্রিকস। অভিযানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মোজাহিদ ও দিলরুবা আক্তার ও আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর র্যাব-১ ও গাজীপুর ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শাহী/