ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের বন্ধ যান চলাচল

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের বন্ধ যান চলাচল

ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের সকল যান চলাচল। রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে এই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এছাড়াও সকালে কুয়াশার পরিমান আরও বেশি হওয়াতে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে মাঝ পদ্মার নানা স্থানে ৩ টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌরুটের সকল নৌযান চলাচল আপাতত বন্ধ রাখা রয়েছে। তবে কুয়াশা কেটে গেলে আগের মত সকল যান চলাচল শুরু করবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন