ঢাকা | বৃহস্পতিবার
২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাবান্ধায় লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের (রেজি : ২৬৩৪) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসম্বর) সকাল ৯ টায় বাংলাবান্ধা স্থলবন্দরে উৎসবমুখর পরিবেশে ভোটারদের প্রদানের মধ্য দিয়ে শুরু হয় ভোট গ্রহণ। দুপুর ২টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৬৬ জন। ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুসলিম উদ্দিন ও প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান।

বিকেল সাড়ে ৪টায় উৎসবমুখর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান। নির্বাচনী বেসরকারি ফলাফলে সভাপতি পদে ১৬৮ ভোটে ইদ্রিস আলী (আনারস), ১৫৩ ভোটে সাধারণ সম্পাদক আতাউর রহমান (চাকা) ও ১৩৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে আইবুল হক (বাইসাইকেল) নির্বাচিত হন।

অন্যান্য পদগুলোতে সহ-সভাপতি মামুন, যুগ্ম সম্পাদক নয়ন, অর্থ সম্পাদক রবিউল, দপ্তর সম্পাদক সায়েদুল আলম, প্রচার সম্পাদক মালেক ও কার্যকরী সম্পাদক শাহআলম প্রতিদ্বন্ধিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন।

ভোটারদের ভোট গ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষনার সময় নিবির পর্যবেক্ষণে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক এবং পর্যবেক্ষণ করেন ছিলেন সহকারি নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে আইনশৃঙ্খলায় দায়িত্বে ছিলেন মডেল থানার পুলিশ, আনসার, গ্রাম পুলিশ।

আনন্দবাজার/এম.কে/এম.এস

সংবাদটি শেয়ার করুন