ঢাকা | শুক্রবার
১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কুুুমিল্লার মুুুরাদনগরে অগ্নিকান্ডে ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

কুুুমিল্লার মুুুরাদনগরে অগ্নিকান্ডে ব্যাবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। বৃহস্পতিবার শেষ রাতে উপজেলা সদরের গোমতী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দোকান ঘরে থাকা সকল মালামাল সম্পূর্ন ভাবে পুড়ে ছাই হয়ে যায়।

এতে সবকিছু হারিয়ে নি:স্ব হয়ে পড়ে ব্যবসায়ী বিল্লাল হোসেন। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলা সদরের গোমতী মার্কেটে বিল্লাল হোসেনের দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকানের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, গোমতী মার্কেটের পাহারাদার বিল্লাল হোসেনের ইলেকট্রিক দোকানে আগুন দেখতে পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার শামিম, জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা যাওয়ার পর দোকান বন্ধ পাইছি। আগুন নিবার পর তালা কেটে বিতরে আগুন ছিল, আগুন আমরা নিয়ন্ত্রনে নিয়ে আসি। বিতরের মালা মাল পুরে গিয়াছে,দোকানের মালিক তখন অসুস্থ্য ছিল তাকে হাসপাতালে নিয়ে গিয়াছে৷ দোকান মালিকের ছোট দুই ভাই ছিল তার কাছে দায়িত্ব্য বঝিয়ে দিয়ে আসছি। তবে কত টাকার মালা মাল নষ্ট হয়েছে তা ধারণা করতে পারছি না। সম্ভভত বৈদ্যুতিক সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ রুমে কেউ ছিল না।

আনন্দবাজার/শাহী/বাশার

সংবাদটি শেয়ার করুন