বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ১ম দফা স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে ভাসানচরে পৌঁছেছে এক হাজার ৬শ’ ৪২ জন রোহিঙ্গা শরণার্থী।
জানা গেছে, আজ শুক্রবার সকালে ৭টি জাহাজে করে চট্টগ্রামের পতেঙ্গা থেকে রওনা হয়ে বেলা ২টার দিকে ভাসানচরে পৌঁছায় রোহিঙ্গারা। নৌ-বাহিনীর ৪টি এলসিইউ এবং সেনাবাহিনীর ১ টি জাহাজে ভাসানচর পৌঁছান ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা।
নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে স্থানান্তরের অংশ হিসেবে গতকাল কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয় রোহিঙ্গাদের। এরপর তাদের রাখা হয় অস্থায়ী ট্রান্সজিট ক্যাম্পে।
সকাল ৯টা থেকে বোট ক্লাব থেকে শরণার্থীদের ভাসানচরগামী জাহাজে তোলার কার্যক্রম শুরু হয়। এ সময় স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের মালপত্রও জাহাজে তুলে দেওয়া হয়।
তবে প্রথম ধাপে ভাসানচর যাওয়া শরণার্থীদের রাখা হবে ৫-১১ নম্বর ক্লাস্টারে। আপাতত কয়েক মাস তাদের রান্না করা খাবার সরবরাহ করবে একটি এনজিও।
এদিকে রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে আগেই ভাসানচর পৌঁছায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়াও রোহিঙ্গাদের নিজে কাজ করা ২২টি এনজিও কর্মীরাও সেখানেও পৌঁছে যান।
আনন্দবাজার/এইচ এস কে