দেশের প্রতিটি জেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। সংগঠনটির আহ্বায়ক ড. মো. আওলাদ হোসেন জানান, দোলাইরপারে বঙ্গবন্ধুর ভাস্কর্য তো নির্মাণ হবেই, সেই সাথে দেশের প্রতিটি জেলায় তাঁর ভাস্কর্য করতে হবে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ড. আওলাদ হোসেন এ কথা জানান। এ সময় সংগঠনটির ১৯৯ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।
ড. আওলাদ বলেন, ভাস্কর্য এবং মূর্তির মধ্যে অনেক তফাৎ আছে। ভাস্কর্য হচ্ছে সুন্দরের আর মূর্তি চেতনার প্রতীক। যেসকল ভাস্কর্য সৌন্দর্যচর্চা ও ঐতিহাসিক কোনো ঘটনার স্মৃতিফলক হিসেবে স্থাপিত হয় তা ইসলামী শিক্ষানুযায়ী নিষিদ্ধ নয়। পৃথিবীর সব দেশেই জাতির পিতা, জাতীয় নেতা ও জাতীয় তারকাদের ভাস্কর্য নির্মাণ করা হয়ে থাকে তাঁদের সম্মানের জন্য, কোন পূজার জন্য নয়। এসব ভাস্কর্য জাতিকে উদ্দীপ্ত করে, তাঁদের বীরত্বকে মনে করিয়ে দেয়, যা মোটেও দোষের বলে মনে করছি না।
ওই সংবাদ সম্মেলনে শ্যামপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শামসুজ্জামান বাবুল, কদমতলী থানা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল করিম মাস্টার ও ৫৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত মুফতি উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/এইচ এস কে